মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন
হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ও মৌতলা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৪ জন প্রার্থী ও কৃষ্ণনগর, বিষ্ণুপুর ও তারালী ইউপিতে সদস্য পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার (৩০ জুন) মনোনয়নপত্র দাখিলের শেষদিনে উপজেলা নির্বাচন অফিসার জমিরুল হায়দারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন কুশুলিয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, স্বতন্ত্র প্রার্থী, সাবেক চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম। মৌতলা ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী, মৌতলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সুমন মাহবুব ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম বাটুল। অপরদিকে ১ নং কৃষ্ণনগর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের উপ নির্বাচনে সদস্য পদে ৫জন মনোনয়নপত্র দাখিল করেন। এরা হলেন সাবেক ইউপি সদস্য তপন রায়, রফিকুল ইসলাম, রাম প্রসাদ হালদার, নুর হোসেন ও কবিরুল ইসলাম। ২ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং সংরক্ষীত আসনে সুফিয়া খাতুন ও পুর্ণিমা রানী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়াও ৭নং তারালী ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নং সংরক্ষিত আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু সাবেক সদস্যা শাহানারা খাতুন ও লিপিয়া খাতুন। কুশুলিয়া ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টুর মনোনয়নপত্র জমাকালে উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুজ্জামান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী কওফিল অরা সজল, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গোলাম আইয়ুব জুলু, সেক্রেটারী উত্তম কুমার, ৭ নং ওয়ার্ড সভাপতি আজিবর রহমান, সেক্রেটারী আনোয়ারুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ আব্দুল্যাহ, জাকির হোসেন মিষ্টার, নয়ন দাশ, শহিদুল ইসলামসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী ও কুশুলিয়া ইউপির চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য পদত্যাগ করলে চেয়ারম্যান পদ শূন্য হয়। অপরদিকে উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিষ্ণুপুর ইউপির ফারজানা পারভীন ও তারালী ইউপির জেবুন্নাহার জেবু প্রতিদ্বন্দিতা করায় আসন দুটি শূন্য হয়। অপরদিকে কৃষ্ণনগর ইউপির উপ নির্বাচনে ৬ নং ওয়ার্ড সদস্য আব্দুর রহমান মোল্লা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করলে মেম্বর পদটি শূন্য হয়। পৃথক ৪টি ইউনিয়নে উপ নির্বাচনে ২ জুলাই মনোনয়নপত্র যাচাই বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুলাই। ২৫ জুলাই অনুষ্ঠিত হবে নির্বাচন।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply