সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন
সুজাউল হক, পৌর প্রতিনিধি, কলারোয়া :
কলারোয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৬ অক্টোবর) সকাল ১০ টায় কলারোয়া প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ধারে পাবলিক ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুর, পূজামন্ডপে হামলা, বাসগৃহে অগ্নিসংযোগ, নারী-শিশু নির্যাতন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট সৃষ্টিকারীদের বিরুদ্ধে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী মানুষের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।
কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সভাপতি শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মুক্তি যুদ্ধের অন্যতম সংগঠক,সাবেক সংসদ সদস্য বর্ষিয়ান আ’লীগ নেতা আলহাজ্ব বিএম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মদ স্বপন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল খায়ের, উপজেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাডঃ শেখ কামাল রেজা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক আঃ রব, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম রহমান, বর্তমান শেখ মোসলেম আহমেদ, সাংবাদিক আরিফ মাহমুদ, সরদার জিল্লুর রহমান, হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সন্দীপ কুমার রায়, মাস্টার ষষ্ঠি চন্দ্র পাল, মাস্টার উত্তম কুমার পাল, রনজিৎ কুমার ঘোষ ও সাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply