শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন
মোঃ ইশারাত আলী:
সাতক্ষীরার কালিগঞ্জে ঈদ সামগ্রী ও পোশাক বিতরণ করা হয়েছে। সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার আয়োজনে শনিবার (২৯ মার্চ) বেলা ১১টায় উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মকুন্দপুর গ্রামে সংস্থার নিজস্ব কার্যালয়ে ৪৭টি পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী ও পোশাক বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুকুন্দপুর গ্রামের রাশিয়া প্রবাসী আব্দুর রব, সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার উপদেষ্টা হাফিজুর রহমান শিমুল ও মোঃ ইশারাত আলী। স্থানীয় মাহবুবর রহমান ও আরও অনেকে।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি চাউল , ১ কেজি চিনি, ১ লিটার তেল, ১ কেজি পিয়াজ, ১টি সাবান, ৫০০ গ্রাম বুট, ১ প্যাকেট নুডুলস, বাদাম, কিসমিস, এক প্যাকেট গুড়ো দুধ, সাড়ে ৭০০ গ্রাম সেমাই।
এসময় সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার দুই জন কর্মচারীকে পাঞ্জাবি, গেঞ্জি এবং তিনজন কর্মচারীকে থ্রি পিস প্রদান করা হয়।
সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার ঈদ সামগ্রী প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক ফরহাদ রেজা। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংবাদিক হাফিজুর রহমান শিমুল।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply