আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে চেতনা নাশক ছিটিয়ে বাড়ির সকলকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে শোভনালী ইউনিয়নের বালিয়াপুর গ্রামে কেরামত আলি মোল্যার বাড়িতে এ ঘটনা ঘটেছে।
মৃত আলহাজ্ব গহর আলি মোল্যার ছেলে কেরামত আলি রবিবার রাত্র ১ টার দিকে ঘরের মধ্যে স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েন। তার ছেলে আতাউর রহমান সবুজ বাইরে টিভিতে ক্রিকেট খেলা দেখে ২টার দিকে বাড়ি ফিরে অন্য কক্ষে ঘুমিয়ে যায়। ধারনা করা হচ্ছে এরপর যেকোন সময় চোরেরা বিল্ডিং এর পিছনে পেয়ারা গাছ বেয়ে ল্যাট্রিনের উপর দিয়ে ছাদে উঠে। এবং সিড়ি ঘরের তালা বাইরে থেকে কৌশলে খুলে নিচে গিয়ে ঘরের মধ্যে চেতনা নাশক স্প্রে করে। সবাই অচেতন হয়ে পড়লে বাড়ির মালিকের কোমরে থাকা চাবি নিয়ে ড্রয়ার খুলে নগদ ১৬ হাজার ৪০০ টাকা এবং স্ত্রীর কানে থাকা স্বর্ণের দুল ও গলায় থাকা স্বর্ণের চেইন (ওজন অনুমান দেড় আনা) খুলে নিয়ে আবারও ছাদ দিয়ে বাইরে নেমে চলে যায়।
সোমবার (৫ সেপ্টেম্বর) ভোর ৫.৩০ টার দিকে কিছুটা চেতনা ফিরলে কেরামত আলী উঠতে গেলে পড়ে যান। পরবর্তীতে এভাবে কাটার পর ছেলে জেগে উঠলে চুরির বিষয়টি জানাজানি হয়। তাৎক্ষণিক ভাবে স্থানীয় চিকিৎসক ডেকে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেরামত আলীর চেতনা সামান্য ফিরলেও তার স্ত্রী এখনো ভাল হননি। তবে পুত্রের অবস্থা স্বাভাবিক হয়েছে। আশাশুনি থানার এসআই ও বিট অফিসার এমরান হোসেন ঘটনাস্থান পরিদর্শন করেছেন। বাড়ির মালিক স্বাভাবিক হলে মামলা দায়ের করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানান হয়েছ।
Leave a Reply