মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন
হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাসির উদ্দিন (৪৫) নামে একজনের করুন মৃত্যু হয়েছে। মারাত্বক যখম হয়েছে তার স্ত্রী শেফালী বেগম (৪০)। ঘটনাটি শুক্রবার (২১ জুন) বেলা সাড়ে ১২ টায় কালিগঞ্জ উপজেলার পাওখালি নামক স্থানে মুন্সিগঞ্জ -সাতক্ষীরা মহসড়কে ঘটেছে। নিহত নাসিরউদ্দিন উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আবু বক্কার সরদারের পুত্র। নিহতের শালিকা তানবিয়া বেগম জানান, নাসির উদ্দিনের বড় পুত্র রাজুর প্রথম পুত্র সন্তান হয় গত (২০ জুন) বৃস্হপতিবার বিকালে নলতা হাসপাতালে জন্মগ্রহন করে। দৌহিত্রকে দেখতে দাদা নাসির উদ্দিন ও দাদী শিপালী মটরসাইকেল নিয়ে বাড়ি হতে রওনা দেয়। পথিমধ্যে পাওখালি নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই নাসিরউদ্দিন মারা যান। এসময় কালিগঞ্জের ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুত্বর আহত অবস্থায় শিপালীকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কালিগঞ্জ থানার ওসি (তদন্ত)আজিজুর রহমান খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার এবং ঘাতক বাস আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। অপরদিকে শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে বাপ্পি (২৭) নামের এক মৎস ব্যাবসায়ী ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। ঘটনাটি কালিগঞ্জের পাওখালী হাজামপাড়া নামক স্থানে ঘটেছে। নিহত বাপ্পি উপজেলার ধলবাড়ীয়া ইউনিয়নের গনেষপুর গ্রামের আব্দুল মমিন গাজীর পুত্র।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply