মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন
কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র’র বাস্তবায়নে দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার সকাল ১১ টায় কালিগঞ্জ অফিসার্স ক্লাব হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হতদরিদ্র মেধাবী ৩৩ জন ছাত্রছাত্রীর মাঝে ১২ হাজার করে ৩ লাখ ৯৬ হাজার টাকার চেক প্রদান করা হয়।
শিক্ষাবৃত্তি চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক ফিরোজ আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র’র সহ-সভাপতি অধ্যাপক জি এম আতিয়ার রহমান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গিয়াসউদ্দিন।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply