সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন
কালিগঞ্জ প্রতিনিধি :
সাতক্ষীরার জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন ফাতিমা খাতুন রিক্তা।
কালিগঞ্জ উপজেলা আওয়ামী যুব মহিলালীগের সভানেত্রী কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সাথে মত বিনিময় কালে এ ঘোষণা দেন।
সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে মতবিনিময়কালে সাংবাদিকদের তিনি বলেন যে, আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে সদস্যা পদে বিজয়ী হলে এলাকার অবকাঠামো উন্নয়নে বিশেষ কাজ করবেন।
তিনি বলেন আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন সময় দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছি। কিন্তু জনপ্রতিনিধি না হওয়ায় উন্নয়নমুলক কাজে অংশ নিতে পারছিনা। একারনে এলাকার উন্নয়নের স্বার্থেই এই নির্বাচনে অংশ নেওয়া।
আমি আমার দলের নেতাকর্মী সহ দলমত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগীতা দোয়া কামনা করছি।
এসময় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply