শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কালিগঞ্জে তথ্য অধিকার আইন ব্যবহারের উপর এক দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে তথ্য অধিকার আইন ব্যবহারের উপর এক দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জ প্রতিনিধি:

কালিগঞ্জে তথ্য অধিকার আইন ব্যবহারের উপর এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খারহাট সাইক্লোন সেলটার কাম সরঃ প্রাথঃ বিদ্যালয়ের হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে, মাইনরিটি রাইটস গ্রুপ ইউরোপ ও নোরাদ এবং অগ্রগতি সংস্থার আর্থিক সহযোগিতায় সংখ্যা লঘুদের ক্ষমতায়ন এবং তাদের অধিকার নিশ্চিত করণে এ্যাডভোকেসি প্রকল্পের তথ্য অধিকার আইন ব্যবহারের উপর ওরিয়েন্টেশন হয়। খারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা পারভীনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (সংরক্ষিত) ইউপি সদস্য মনোয়ারা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৃষ্টিপাতের কালিগঞ্জ প্রতিনিধি এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, ইউপি সদস্য আব্দুল খালেক, ধর্মীয় নেতা ফারুক হোসেন, দেব প্রসাদ ঘোষ, সুধি সমাজের প্রতিনিধি হাবিবুর রহমান সবুজ, কমিউনিটি ক্লিনিকের (সিএইচসিপি) টুম্পা ঘোষ, অগ্রগতি সংস্থার কালিগঞ্জের প্রোগ্রাম অফিসার আব্দুস সালাম প্রমুখ। কর্মশালায় তথ্য অধিকার আইন ব্যবহারের উপর প্রশিক্ষণ প্রদান করেন প্রেরণার (মাঠ সংগঠক) সমাপ্তি মন্ডল। অনুষ্ঠানে ২০জন উপকার ভোগি অংশগ্রহন করেন।

https://sundarbonbarta.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved ©sundarbonbarta.com2020

Hosted By LOCAL IT