মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. শেখ মোঃ নুরুল হক (৮৬) আর নেই। বুধবার দুপুরে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন করোনাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি খুলনা-৬ সংসদীয় আসন থেকে ১৯৯৬ ও ২০১৪ সালে সংসদ সদস্য ছিলেন। তার বড় ছেলে আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার মৃতদেহ পাইকগাছায় আনা হবে। নিজ গ্রামে জানাযা নামাজ শেষে দাফনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু, সাবেক সংসদ সদস্য এ্যাড. সোহরাব আলী সানা, উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সহ-সভাপতি সমীরণ সাধু, সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ও যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply