সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন
ইশারাত আলী :
“দিল বেচারা’’ মুক্তির ৩ঘন্টার মধ্যে ১০/১০ রেটিং। বলিউড কিম্বা হলিউডের সকল রেকর্ড ভেঙ্গে চুরমার। মুক্তির পর এত রেটিং কোন ছবি আজ পর্যন্ত পায়নি। সুশান্ত বেঁচে থেকে এত বালবাসা বোধ হয় পাননি।
বিকাল চারটার কাছাকাছি সময় মুক্তি। ঠিক সাতটায় হটস্টারে ঝড়োগতির দর্শক। কোন সাবস্ক্রাইপ লাগেনি দিল বেচারা দেখতে। একারনে কেউ সুযোগ হাতছাড়া করেনি সিনেমাটি দেখতে। নেটিজেনরা চারটার পর থেকে ঝুকে পড়ে হটস্টারে।
শুক্রবার মুক্তির তিন ঘন্টার মধ্যে ১০/১০ রেটিং সিনেমার সকল রেকর্ড ম্লান করে দিয়েছে। আত্মহত্যার পর দেশ জুড়ে আলোচনা বা সমালোচনার শীষে ছিলো সুশান্ত। একারনে অনেকে ছবিটির মুক্তির অপেক্ষায় ছিলো। আরকাইভে উঠার আগে শেষ বারের মতো সুশান্তের শেষ হাসিটি দেখে নিতে।
সুশান্ত ভক্তরা ছবির প্রশংসায় পঞ্চমুখ। সিনেমা নিমাতা, অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলীসহ অনেকে ইতিমধ্যে নানান প্রতিক্রিয়া দেখিয়েছেন। অনেকে শপথ নিয়েছেন সিনেমা পাড়ায় এজাতীয় ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য।
তবে সমালোচনার কমতি নেই। একশ্রেণীর দর্শক বিরূপ মন্তব্যও করেছেন্। তারা বলছেন চিত্রনাট্য, ভারতের ক্রিকেট প্রীতি ও নায়কের চরিত্র সুশান্ত শিং রাজপুতেকে আত্মহত্যা করতে বাধ্য করেছে।
তারপরেও সিনেমা। কেউ বেঁচে থেকে রেটিং পায়না। আবার মরার পরে ট্রোলারের রেকর্ড। অনেকে বলছে, প্রয়াত অভিনেতাকে নিয়ে একমাস আগেও কোন ট্রোলার ছিলনা অথচ তাকে নিয়ে ক্লিক বাটন এখন ইউটিউরের একনম্বর ট্রেন্ডিংয়ে। “দিল বেচারা”।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply