সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন
নিজেস্ব প্রতিনিধি :
আগামী ৪ ঠা মার্চ ২0২২ তারিখ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রথম কংগ্রেস সফল করার লক্ষে সাতক্ষীরা জেলা বাসদের বর্ধিত ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় জেলা সমন্বয়ক কমরেড নিত্যানন্দ সরকারের সভাপতিত্বে জেলা বাসদ কার্যালয়ে দিনব্যাপি এ সভা অনুষ্ঠিত হয় । এসময় উপস্থিত ছিলেন বাসদ ৩ ও ৪ নং জোনের সমন্বয়ক ও কুষ্টিয়া জেলা বাসদের আহবায়ক কমরেড শফিউর রহমান শফি ও খুলনা জেলা বাসদ সমন্বয়ক কমরেড জনার্দন দত্ত নান্টু।
আরও উপস্থিত ছিলেন বাসদ সাতক্ষীরা জেলার অন্যতম সংগঠক কমরেড আজাদ হোসেন বেলাল ও জেলা সদস্য কমরেড আবু তালেব মোল্লা।
বাসদ কালিগজ্ঞ উপজেলা সমন্বয়ক কমরেড ইশারাত আলী, কমরেড আবুল খায়ের। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা আহবায়ক কমরেড তপতি মল্লিক ,কমরেড শিরশেন্দু মল্লিক সহ আরও অনেকে উপস্হিত ছিলেন ।
সভায় আগামী ৪ ঠা মার্চ ২0২২ তারিখ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রথম কংগ্রেস সফল করার লক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক উদ্দিপনা তৈরীর লক্ষে বিভিন্ন কর্মসুচী গ্রহণ করা হয়।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply