শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুপুরে ভূমিকম্প, কেঁপে উঠলো কালিগঞ্জ

দুপুরে ভূমিকম্প, কেঁপে উঠলো কালিগঞ্জ

মোঃ ইশারাত আলী:

মধ্য দুপুরে ভূমিকম্পে কেঁপে উঠেছে কালিগঞ্জ। শুক্রবার কালিগঞ্জের বিভিন্ন এলাকায় পুকুরে গোসল করার সময় এ ভূমিকম্প অনুভূত হয়। এ সময় পুকুরের পানি দুই তিন ফুট  ওঠানামা করায় ভীত সন্ত্রস্ত হয়ে মানুষ পুকুর থেকে দ্রুত উঠে আসে।

ঘরে ফ্যান ও আসবাবপত্র দুলতে থাকে। তবে কয়েক সেকেন্ড স্থায়ী এই ভুমিকম্পে কালিগঞ্জের কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজধানী ঢাকা ও চট্টগ্রাম, রাজশাহী, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ও মাঝারি ভূমিকম্পর খবরটি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাঈয়্যাৎ কবীর। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৭। এর উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তি ১০ কিলোমিটার গভীরে।

গত কয়েকদিন ধরে বাংলাদেশ ভারতের বেশ কয়েকটি অঞ্চলে ভুমিকম্প অনুভব হয়। প্রেক্ষিত ধরে নেওয়া হয়েছিল একটি বড় মাপের ভুমিকম্প আঘাত হানতে পারে। আমাদের রতনপুর প্রতিনিধি সোহেল আহম্মেদ জানিয়েছেন সেখানে ভুমিকম্প অনুভব হলেও কোন হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দক্ষিণশ্রীপুর ইউনিয়ন প্রতিনিধি ইয়াসমিনআরা জানিয়েছেন যে, স্থানীয় মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং দ্রুত ঘর থেকে বেরিয়ে আসে এবং ফাঁকা জায়গায় আশ্রয় নেয়। তবে সেখানে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

কালিগঞ্জের ইউএনও অনুজা মন্ডল ভুমিকম্পের বিষয়টি খোঁজ খবর রাখছেন। তার কাছে জানতে চাইলে তিনি বলেন এখনো পর্যন্ত হতাহত বা দুর্ঘটনার খবর আসেনি।

https://sundarbonbarta.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved ©sundarbonbarta.com2020

Hosted By LOCAL IT