শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন
হাফিজুর রহমান শিমুল:
জুলাই বিপ্লবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে ঈদ উপহার প্রদান করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন। শনিবার (২৯ মার্চ) সকাল ১১টায় জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের প্রতাপনগর গুচ্ছ গ্রামের আব্দুর রহিম সরদারের পুত্র শহীদ আলম সরদার, কুড়িকাহনিয়া গ্রামের আরেজ আলীর পুত্র শহীদ আনাস বিল্লাহ ও কল্যাণপুর গ্রামের নুর হাকিমের পুত্র শহীদ আবুল বাশার, ও বিকাল ৪টায় দেবহাটা উপজেলার আস্কারপুর গ্রামের শহীদ আসিফ হাসান এর পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন দেবহাটা-আশাশুনি থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন (মুকুল)। এসময় তিনি শহীদদের কবর জিয়ারত করেন।
কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম রেদাওয়ান ফেরদাউস রনি, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান (রোকন), জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গাজী মোখলেছুর রহমান, জেলা সদস্য আবুল কালাম আজাদ বকুল, প্রতাপনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এমদাদুল ইসলাম, ওয়ার্ড বিএনপি সভাপতি মনিরুল ইসলাম, সহ সভাপতি আব্দুল হান্নান, নলতা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব হাবিবুল ইসলাম, সিনিঃ যুগ্ম আহবায়ক মাষ্টার শাহিনুর রহমান প্রমুখ।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply