শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কালিগঞ্জে ১কেজি ৮’শ গ্রাম গাজাসহ একজন আটক ।

কালিগঞ্জে ১কেজি ৮’শ গ্রাম গাজাসহ একজন আটক ।

মোঃ ইশারাত আলী :

কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১ কেজি ৮শ গ্রাম গাঁজা সহ একজনকে আটক করা হয়েছে। আব্দুস সামাদ (৪৫) নামের ঐ মাদক ব্যবসায়ী ভাড়াশিমলা ইউনিয়নের সাদবসু গ্রামের মৃত আবুল কাশেম গাজীর পুত্র।

থানা সুত্রে জানাগেছে, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন এর নেতৃত্বে এ এস আই তারিকসহ সঙ্গীয় ফোর্স সাদবসু ইয়াদ আলীর চায়ের দোকানের সামনে থেকে সোমবার (১২ এপ্রিল) ভোর সাড়ে ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে আব্দুস সামদকে আটক করেন। এসময় তার কাছে রক্ষিত ব্যাগে ১ কেজি ৮শ গ্রাম গাঁজা পাওয়া যায়।

আটককৃত আব্দুস সামাদ এর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে, মামলা নম্বর ২৯। উদ্ধার হওয়া গাজা সম্পর্কে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন সাংবাদিকদের বলেন কালিগঞ্জ থানা এলাকায় চোরাচালান, মাদক নির্মূলে পরিচালিত অভিযানের একটি  অংশ। সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন এবং আইন শৃংখলা সমুন্নত রাখতে থানা পুলিশ সব সময় কাজ করছে।

পুলিশ জনকল্যাণে মানবিক সেবা পৌছে দিতে দিনরাত কাজ করছে। কালিগঞ্জ থানা পুলিশের মানবিক কার্যক্রম অনেক দালাল শ্রেনীর লোকের পছন্দ হয়না, সেকারণেই তারা নানান ষড়যন্ত্রে লিপ্ত থাকে।এই ষঢ়যন্ত্রকারী দালালদের চিহ্নিত করে থানা পুলিশকে অবহিত করার আহব্বান জানান।

https://sundarbonbarta.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved ©sundarbonbarta.com2020

Hosted By LOCAL IT