শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
কালিগঞ্জ প্রতিনিধি:
কালিগঞ্জে দুই দিনব্যাপি “যুব নেতৃত্ব ও সুন্দরবনের পরিবেশ সুরক্ষা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
রূপান্তরের আয়োজনে শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় অফিসার্স ক্লাবে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
ফ্যাসিলিটেটর হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন খালিদ লামি ও আরিজা আঁখি। প্রশিক্ষণে যুব ফোরামের ৩১জন সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল সুন্দরবন রক্ষায় যুব নেতৃত্বকে সক্রিয় করা। এতে প্লাস্টিক দূষণ রোধ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষার কৌশল নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় সক্রিয় উদ্যোগ গ্রহণের জন্য যুবকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এই প্রশিক্ষণ কর্মশালাটি যুবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় তাদের ভূমিকা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply