মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন
হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৩ মে) বিকাল সাড়ে ৫ টায় ডাক বাংলা চত্তরে সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় ইফতার পুর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। তিনি তার বক্তব্যে বলেন সমাজ উন্নয়নে সাংবাদিকবৃন্দের ভুমিকা প্রশংসনীয়। অবহেলিত জনপদের চিত্র সহ অবহেলিতদের কল্যাণে সুদীর্ঘকাল ধরে সাংবাদিকবৃন্দ কাজ করে আসছেন। আমি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদকে গুরুত্বের সাথে দেখি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সিফাত উদ্দিন, কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহবুবর রহমান, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ জি এম রফিকুল ইসলাম, সাংবাদিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আমির হামজা , উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য বিষয়ক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক, কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুজিবর রহমান, পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্যাহ ইব্রাহিম প্রমুখ। অনুষ্ঠানে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ উটজেলা পরিষদ জামে মসজিদের পেশ ঈমাম আলহাজ্ব মাওঃ আকরাম হোসাইন।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply