শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কালিগঞ্জে করোনা রোগীর সেবায় “ফ্রি অক্সিজেন সার্ভিস এর উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী

কালিগঞ্জে করোনা রোগীর সেবায় “ফ্রি অক্সিজেন সার্ভিস এর উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী

হাফিজুর রহমান শিমুল :

কালিগঞ্জে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে “কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস” নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের। মঙ্গলবার (২২জুন) বিকাল ৫টায় কালিগঞ্জস্থ বিজয় নিউজ কার্যালয়ে কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস এর আয়োজনে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি সাঈদ মেহেদী। কালিগঞ্জ উপজেলা ফ্রি অক্সিজেন সার্ভিসের উপ-সমন্বয়কারী ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস এর সমন্বয়কারী মোঃ ইশারাত আলী। উদ্বোধনকালিন বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস এর আত্মপ্রকাশ হয়েছে, যে সময়ে মহামারী করোনা ব্যাপকহারে বেড়ে চলেছে। আমি তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং তাদের অগ্রযাত্রায় যেকোন প্রয়োজনে পাশে থাকতে চাই। আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে চেষ্টা করে যাচ্ছি কালিগঞ্জের গণমানুষের কল্যাণে কিছু করার। আপদকালিন সময়ে আপনারা যে অক্সিজেন সার্ভিস চালু করলেন তাতে উপকৃত হবে মৃত্যু পথের যাত্রী ও তার পরিবার পরিবার পরিজন। কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস ইতিমধ্যে করোনা আক্রান্ত এবং করোনা উপসর্গ নিয়ে অসহায়ত্ব রোগীর প্রাথমিক অক্সিজেন সেবার ব্রত নিয়ে ১০টি অক্সিজেন সিলেন্ডার ও পৃথক তিনটি নেব্যুলাইজার, অক্সিমিটার ২টি, ২০ হাজার মাক্স মজুত রেখেছে। এর পাশাপাশি কালিগঞ্জ উপজেলার প্রত্যান্ত অঞ্চলে করোনা আক্রান্ত রোগীর সেবায় ২৪ ঘন্টা ২০ জন স্বেচ্ছাসেবী প্রস্তুত রয়েছে। এছাড়া করোনা রোগীদের জন্য ২৪ ঘন্টা সুবিধা পেতে একটি হট লাইন সচল রাখা হয়েছে। নম্বরটি ০১৯৭২৬৫১৮৪০। মহতী উদ্বোধন অনুষ্ঠানে সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে গনমাধ্যমকর্মী, সুধী ও কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস এর স্বেচ্ছাসেবক বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় স্বাগত বক্তব্যে সংগঠনটির সমন্বয়কারী মোঃ ইশারাত আলী কৃতজ্ঞতা স্বিকার করে বলেন যে, কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস অব্যহত রাখতে ইতিমধ্যে সমাজের বৃত্তশালি, ব্যবসায়ী ও সমাজ সেবকবৃন্দ যে অনুদান প্রদান করেছেন তা আমাদের অনেক পাওয়া। এই ধারা অব্যাহত থাকলে কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস মানব কলাণে অবদান রাখতে পারবে।

https://sundarbonbarta.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved ©sundarbonbarta.com2020

Hosted By LOCAL IT