সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০২ অপরাহ্ন
হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জে আইনশৃঙ্খলা, মাসিক উন্নয়ন সমন্বয়, চোরাচালান ও এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০ টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার জি এম আব্দুল হাকিম, কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল ওয়াজেদ, কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়, সুশীলনের উপ পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, নবযাত্রা প্রকল্পের কো অর্ডিনেটর আশিষরঞ্জন হালদার প্রমুখ।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply