মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন
ইশারাত আলী, কালিগঞ্জ থেকে :
কালিগঞ্জে রতনপুর তারকনাথ বিদ্যাপীট এর ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ (শনিবার ) ১১ জানুয়ারী সকাল ১০ টায় ভোট গ্রহণ শুরু হয় এবং বিকাল ৪টায় শেষ হয়।
নির্বাচনে আলহ্জ্ব আবু হাসেম এর প্যানেল ব্যাপক ব্যবধানে স্কুলের সাবেক সভাপতি ও রতনপুর ইউনিয়নে চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন এর প্যানেলকে পরাজিত করে।
৮শ ৬৮জন ভোটারের মধ্যে ৬শ ১৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এর মধ্যে আলহাজ্ব আবু হাসেম এর প্যানেল থেকে জি এম সুন্নত আলী (মই প্রতীক) ৩শ ২৯ভোট, শাহাজান আলম সাজু (আনারস প্রতীক) ২শ ৯০ভোট, জি এম আব্দুল কাদের (মাছ প্রতীক) ২শ ৮৬ভোট, নওশের আলী (কলস প্রতীক) ২শ ৭৮ভোট ও রুবিয়া খাতুন (আম প্রতীক) ৩শ ৩৬ ভোট পেয়ে নিরঙ্কুশ ভাবে বিজয় লাভ করেন।
রতনপুর তারকনাথ বিদ্যাপীট এর ম্যানেজিং কমিটি নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প.প. কর্মকর্তা আব্দুস সেলিম।
এদিকে সকাল ১০টায় উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হলে ভোটারদের মধ্যে এক ধরনের চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তারা স্কুলের নব নির্মিত ভবণ নির্মানে কমিশন বানিজ্য ও সম্পত্তি আয়ের হিসেব নিকেশে অনিয়মের মতো গুরুতর অভিযোগ আনে এবং আবুল হাসেম প্যানেলকে ভোট দেয়। যেকারনে রতনপুর টিএন বিদ্যাপীট এর ম্যানেজিং কমিটি নির্বাচনে ভোটের ফলাফল উল্টে যায়।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply