মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন
হাফিজুর রহমান শিমুলঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে একযোগে উপজেলা পর্যায়ে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারী) সকাল ১০ টায় কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী, কালিগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ জি এম রফিকুল ইসলাম, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাঃ গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুসহ সাংবাদিকবৃন্দ, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ,
উল্লেখ্য যে, শুক্রবার (১০ জানুয়ারী) যথাযোগ্য মর্যাদায় কালিগঞ্জে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন শ্রেনী-পেশার জনসাধারণের উপস্থিতিতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চত্তর হতে সকাল ১০ টায় র্যালীটি বের হয়ে উপজেলার গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। পরে উপজেলা মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। বিকাল ৪টার সময় সারাদেশ ব্যাপি একযোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষণ-গণনার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে প্রোজেক্টের মাধ্যমে সরাসরি দর্শনার্থীদের দেখানো হয়। সন্ধ্যা ৭ টায় কালিগঞ্জ শিল্পকলা একাডেমীর শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতি অনুষ্ঠান। উপজেলার সকল শ্রেনী পেশার মানুষ শতঃ স্ফুর্তভাবে অংশগ্রহন করেন।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply