মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন
হাফিজুর রহমান শিমুল
কালিগঞ্জ উপজেলায় ধর্মীয় নেতাদের অংশগ্রহনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস চত্তরে কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনাঃ সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। তিনি তার দীর্ঘ বক্তব্যে বলেন গাছ আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এই পৃথিবীতে বসবাসের জন্য আল্লাহ তাআলা মানুষকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে অন্যতম হল গাছ। বিভিন্ন প্রকারের গাছ-পালা দিয়ে আল্লাহ পৃথিবীকে সুশোভিত করেছেন। ফলে-ফুলে আমাদের ভরিয়ে দিয়েছেন। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছেন। আমাদের দান করেছেন সবুজ পৃথিবী। আমাদের জন্য এতে রয়েছে নিদর্শন। প্রত্যেকেই নিজের কর্মস্থল ও বাসস্থানে গাছ লাগাবেন। অন্তত একটি করে বনজ, ফলদ এবং ভেষজ গাছ লাগাবেন। ছেলেমেয়েদেরও বৃক্ষরোপণ শেখাতে হবে।
তিনি বলেন আরও বলেন
শুধু গাছ লাগালেই হবে না, তার যথাযথ পরিচর্যাও করতে হবে। প্রত্যেকে নিজের এলাকায় যতো ইচ্ছে গাছ লাগাবেন। এতে কয়েক বছর পর টাকাও পাওয়া যাবে, বছর বছর ফল পেলেও খুশি লাগবে আবার গাছ বিক্রি করে টাকা জমাতেও পারবে।
কালিগঞ্জ উপজেলায় ঘুর্ণিঝড় বুলবুলে ৩ লক্ষাধীক বৃক্ষ ক্ষতিগ্রস্থ। পরিবেশ রক্ষায় গাছ রোপন করে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ধর্মীয় নেতাদের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বত্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জজকোর্টের এপিপি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড.হাবিব ফেরদৌস শিমুল, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা ঈমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, শিক্ষক গাজী মিজানুর রহমান প্রমুখ।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply