মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন
হাফিজুর রহমান শিমুলঃ
“আমরা স্বাবলম্বী হব, সকলে কর দেব” এই শ্লোগানে কালিগঞ্জে দুইদিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কর অঞ্চল খুলনার যুগ্ম কর কমিশনার মোঃ মঞ্জুর আলমের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় কর মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, জেলা আয়কর আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, নাজিমগঞ্জ বাজার কমিটির সভাপতির পক্ষে শেখ আবু তাহের।
মেলায় স্বাগত বক্তব্য রাখেন কর অঞ্চল খুলনার সার্কেল ১৬ এর উপ কর কমিশনার উজ্জল কুমার সরদার। উপ কর কমিশনার সার্কেল ১৬ এর আয়োজনে অনুষ্ঠানে অংশগ্রহন করেন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীবৃন্দ।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply