মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন
হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপিতে ঘুর্ণিঝড় বুলবুল এর আঘাতে ক্ষতিগ্রস্থ ২শ ব্যাক্তিকে ত্রাণের চাউল তুলে দিলেন জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল কামাল। শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান আকলিমা খাতুন লাখি’র সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন ঘুর্ণিঝড় বুলবুল আঘাত হানলেও সকলেই সতর্ক থাকার কারনে ক্ষয়ক্ষতি অনেকাংশে কম হয়েছে। আপনার জেলা প্রশাসনের অনুরোধে যথাযথ সাড়া দেওয়ায় এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। ক্ষতিগ্রস্থদের পাশে থেকে সাধ্যমত সাহার্য্য সহানুভূতি আমরা দিয়ে যাবো। তবে ত্রানের অর্থ কিংবা চাউল যদি কেহ আত্মসাৎ করে তাহলে অভিযুক্তকে জেলে পাঠানো হবে। সরকারি সম্পদ তছরুপ বরদাস্ত করা হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি এম নুর ইসলাম, দৈনিক কালেরচিত্র পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আবু আহম্মেদ, দৈনিক পত্রদুত পত্রিকার সম্পাদক (ভারপ্রাপ্ত) এ্যাডঃ আবুল কালাম আজাদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহসিন হোসেন বাবলু, সাপ্তাহিক সুর্যের আলো পত্রিকার সম্পাদক ওয়ারেশ খাঁন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খাঁন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, তথ্য বিষয়ক সম্পাদক আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সাংবাদিক ইশারাত আলী, সাংবাদিক সাজেদুল হক সাজু, পারভেজ মাসুদ ক্যাপ্টেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মহোদয়সহ সকল অতিথি কৃষ্ণনগর ইউপির ক্ষতিগ্রস্থদের পরিবারে খোঁজ খবর নেন।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply