মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন
হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জ উপজেলায় ঘুর্ণিঝড় “বুলবুল” মোকাবেলায় জরুরী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে নবাগত ইউ এন ও মোঃ মোজাম্মেল হক রাসেল এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা শেখ তৈয়েবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাওলাদার হায়দার, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শওকত আলী, চাম্পাফুল চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, কৃষ্ণনগর চেয়ারম্যান আকলিমা খাতুন, মৌতলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম বাটুল, নাজিম বাজার ব্যবসায়ি কমিটির সভাপতি শেখ ফিরোজ কবীর কাজল সহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। এসময় ইউ এন ও বলেন-ঘূর্ণিঝড় বুলবুল এর জন্য ৪ নাম্বার সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে থাকতে হবে। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী ও সচেতন ব্যাক্তিবর্গ বেশি অটুট থাকতে হবে দুর্যোগ মোকাবেলায়। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবেলায় মনিটরিং সেল খোলা হয়েছে। যে কোন ধরনের সহযোগিতার জন্য কালিগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে সকলকে যোগাযোগ রাখতে হবে।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply