মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন
হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতির জন্যে ২৫ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হক ছোট কে আহবায়ক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন ও ডিএম সিরাজুল ইসলাম যুগ্ম আহবায়ক এবং সজল মুখার্জীকে সদস্য সচিব করে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে উপজেলা সম্মেলন করার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ মুনসুর আহমেদ এবং সাধারণ সম্পাদক ও জজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম স্বাক্ষরীত ( ৫ অক্টোবর ২০১৯) তারিখে এই কমিটি অনুমোদন দেন। কমিটির সদস্যরা হলেন এ্যাড, শেখ মোজাহার হোসেন কান্টু, মাষ্টার নরিম আলী, শেখ নাজমুল ইসলাম, প্রশান্ত কুমার সরকার , নুরুজ্জামান জামু, কাজী নওশীদ দেলওয়ার রাজু, শামসুল হক মাষ্টার, অমল মাষ্টার, আবুল কাশেম, আহম্মাদ আলী, মোজাম্মেল হক গাইন, আনিছুজ্জামান, আব্দুল গফুর, কাওফিল আরা সজল, গোবিন্দ মন্ডল, নুরুল হক, মোস্তফা কবিরুজ্জামান মন্টু, দুলাল চন্দ্র ঘোষ, মোখলেছুর রহমান মুকুল, আশরাফুল হোসেন খোকন ও নাজমুজ শাহাদাৎ রাজা।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply