মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন
ইশারাত আলী ::
কালিগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে বিনামূল্যে ১২০ টি স্প্রে মেশিন বিতরণ করা হয়। আজ রবিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ সরঞ্জাম বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিমুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
মেশিন ও কীটনাশক বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ডেঙ্গু প্রতিরোধে কালিগঞ্জে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তার অংশ হিসেবে আজ ১২০ টি মেশিন বিতারণ করা হলো। বর্তমানে ১২ টি ইউনিয়নে ১০টি করে স্প্রে মেশিন দেওয়া হলো। পর্যায়ক্রমে আরো স্প্রে মেশিন বিতরণ করা হবে।
পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে আমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে এবং সবাই সহযোগিতা করলে কালিগঞ্জ ডেঙ্গু মুক্ত হবে বলে তিনি আশা করেন।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply