মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন
হাফিজুর রহমান শিমুলঃ
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কালিগঞ্জে বাল্যবিবাহ পন্ড করে দিলেন ইউ এন ও সরদার মোস্তফা শাহিন। নবম স্রেনীর ছাত্রীকে বিয়ে দেওয়ার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ঘটনাটি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামে বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুরে ঘটেছে।
তথ্যানুসন্ধানে জানাগেছে, উপজেলার চাঁচাই গ্রামের আব্দুস সালামের মেয়ে, রুস্তুম আলী হাইস্কুলের নবম শ্রেনীর ছাত্রী রুবিনা খানম (১৪) বিয়ে দেওয়া হয়েছে কৃষ্ণনগর ইউনিয়নের নেঙ্গী গ্রামের জাহানারা খাতুনের পুত্র বিল্লাল হোসেন (২৩) এর সাথে। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মেয়ে পক্ষ। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। এসময় কালিগঞ্জ থানার এ এস আই সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।মেয়ের বাবা, ছেলেসহ আত্নীয় স্বজন ও বাল্য বিবাহে জড়িত কাজী মাওলানা ফয়াদুল ইসলাম ফুয়াদ ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে কালিগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার সরদার মোস্তফা শাহিন বলেন বাল্যবিবাহের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবেনা।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply