মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:১২ পূর্বাহ্ন
হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের ব্যবস্থাপনায় ও সমাজ কল্যান মন্ত্রনালয়ের তহবিল থেকে একজন ক্যান্সার আক্রান্ত অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তার চেক প্রদান করেছেন উপজেলা চেয়ারম্যান। বুধবার (৩১ জুলাই) বেলা ১ টায় উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদন করা হয়। ক্যান্সার আক্রান্ত ব্যক্তি উপজেলার নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের আমিন উদ্দিনের পুত্র আবু বক্কর। আর্থিক সহায়তার চেক প্রদান করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাঈদ মেহেদী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) অধির কুমার, উপজেলা সহকারী প্রকৌশলী সামসুল আলম সামীম, দক্ষিন শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মাহফুজুর রহমান, বসন্তপুর খাদ্য গুদাম কর্মকর্তা নাহিদ হাসান, সাংবাদিক সাজেদুল হক সাজু ও মাসুদ পারভেজ ক্যাপ্টেন প্রমুখ।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply