মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ পূর্বাহ্ন
কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে (১৩ মে) বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন-আমির হামজা (২০) পিতা মোঃ আফসার মোড়ল, সাং শিতলপুর, আবু তালেব (৩০) পিতা আব্দুল্লাহ গাজী, সাং বসন্তপুর, আব্দুল্লাহ (২৫) পিতা : মিস্টার মান্দার কারিকর, সাং বসন্তপুর, মোঃ জুলফিকার আলী সবুজ (২৫) পিতা রফিকুল ইসলাম, সাং মকুন্দপুর, রফিকুল ইসলাম (৫৫) পিতা মৃত নুর আলী শেখ, সাং মকুন্দপুর, মোঃ আব্দুল হামিদ, পিতা মোক্তার আলী, সাং উকশা পুকুরপাড়, বিপুল, পিতা মৃত আনোয়ার হোসেন, সাং কাশেমপুর, নূর মোহাম্মদ, পিতা মৃত আনসার, চৌধুরাটি, বাবু, পিতা নুর মোহাম্মদ, সাং চৌধুরাটি, আমিনুর মোল্লা, পিতা আসমত আলী মোরশেদ, মৌতলা
কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি বলেন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জেল হাজোতে প্রেরণ করা হয়েছে।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply