মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন
কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচার কার্যক্রম বাধা দিয়েছে এক ইউপি সদস্য। ঐ ইউপি সদস্যর নাম কামাল পাশা। তিনি ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বর। নিয়মিত প্রচারের অংশ হিসেবে শুক্রবার বিকেলে মথুরেশপুর ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের উদ্যোগে উপজেলার সেকেন্দার নগর চৌমুহনী বাজারে সচেতনতামূলক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিমের এডমিন রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ারের সভাপতিত্বে পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন। উপজেলা করোনা এক্সপার্ট টিমের সদস্য এস,এম আহম্মাদ উল্যাহ বাচ্চু’র সঞ্চালনায় আরো সচেতনতামূলক বক্তব্য রাখেন ইউপি সদস্য শহিদুল ইসলাম বদ্রু, প্রধান শিক্ষক মিজানুর রহমান, ইউনিয়ন টিম লিডার ইমরান আলী প্রমুখ। সভা শেষে করোনা এক্সপার্ট টিমের সদস্যরা করোনা প্রতিরোধে বাজারের প্রতিটি দোকানে সচেতনতার জন্য পরামর্শ দেন। এসময় বাজারে আজিজ ফার্মেসির মালিক ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য কামাল পাশার মুখে মাস্ক না থাকায় মাস্ক ব্যবহারের পরামর্শ দিলে টিমের সদস্যদের অপমান-অপদস্ত করেন তিনি। স্থানীয়রা অভিযোগ করে বলে, কামাল পাশা ও তার দোকানের কর্মচারী মাক্স না পরেই নিয়মিত ঔষধ বিক্রয় করে। কেউ মাক্স পরার কথা বল্লে তাকে অপদস্ত করে। সরকারী আদেশ অমান্য করায় ইউপি সদস্য কামাল পাশার বিরুদ্ধে তীব্র নিন্দা ও গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বাজার কমিটির সভাপতি হাফেজ খায়রুল আলম, সাধারণ সম্পাদক আমিনুর রহমান সহ কমিটির নেতৃবৃন্দ। মথুরেশপুর করোনা এক্সপার্ট টিম ও উপজেলা করোনা এক্সপার্ট টিমের সদস্যরা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও ডিসি মহদয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply