মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ শ্রমিক আন্দোলন সাতক্ষীরা ৩ নং ওয়ার্ডের কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫জুন) সন্ধ্যায় পুরাতন সাতক্ষীরা সন্তোষের মোড় সংলগ্ন শফি মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়। মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রমিক আন্দোলন সাতক্ষীরার আহবায়ক ফাহিমুল হক কিসলু। তিনি বলেন, শ্রমিকরা আমাদের হৃদয়ের স্পন্দন। তাদের শ্রম ব্যতীত কোনো কাজ করা অসম্ভব। কিন্তু তারা নায্য মজুরি ও বিভিন্ন দূর্যোগময় পরিস্থিতিতে সরকারি-বেসরকারি সহায়তা থেকে সর্বসময়ে অধিকাংশ শ্রমিক বঞ্চিত থাকেন। আমরা বঞ্চিত শ্রমিকদের এই অধিকার আদায়ের জন্য আপনাদের নিয়ে একটি বৃহৎ আন্দোলন করতে চাই। সেই লক্ষ্যকে সামনে রেখে আজকের সভায় আমরা সকলে মিলিত হয়েছি। আগামী দিনের সকল শ্রমিকদের নায্য দাবি আদায়ের সংগ্রামে রাজনৈতিক মতভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করবো আমরা; আপনাদের কাছে সেই প্রত্যাশা করি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রমিক আন্দোলন সাতক্ষীরার সদস্য সচিব ফারুকুজ্জামান, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার চীফ রিপোর্টার মুনসুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, শ্রমিক আন্দোলন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম। আজিজুল ইসলামের সঞ্চালনায় আছাদুল ইসলাম (আছা), রুহুল আমিন রিপন, আবু হাসান, শাহিন আহমেদ, রাকিবুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। সভা শেষে সকলের সম্মতিতে মনিরুজ্জামান মনিরকে সভাপতি, আছাদুল ইসলাম (আছা), রুহুল আমিন (রিপন), আবু হাসানকে সহ-সভাপতি, আজিজুল ইসলামকে সাধারণ সম্পাদক, শাহিন আহমেদ, রফিকুল ইসলামকে যুগ্ন সাধারণ সম্পাদক, আশরাফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, নেছার উদ্দিনকে কোষাধ্যক্ষ, হাবিবুর রহমানকে প্রচার সম্পাদক, মফিজুল ইসলামকে দপ্তর সম্পাদক, নাসিমকে ক্রীড়া সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট শ্রমিক আন্দোলন সাতক্ষীরা ৩ নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply