মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন
কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারী) সন্ধ্যায় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে নিজ উদ্যোগে অসহায়, দুস্থ ও ৪০ জন হতদরিদ্রের হাতে কম্বল তুলে দেন বিশিষ্ট শিল্পপতি, গরীবের বন্ধু এম. খলিলুল্ল্যাহ ঝড়ু। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু সাঈদ, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল, চাম্পাফুল ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ,বিশিষ্ট সমাজসেবক ও ব্যাংকার আব্দুল কাদের, বিশিষ্ট ব্যবসায়ী এস এম হাবিবুর রহমান। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন, সদস্য শেখ আব্দুল করিম মামুন হাসান, এমরান আলী, সাপ্তাহিক সুন্দরবন বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক এশারাত আলী, সাংবাদিক ও সমাজসেবক আশেক মেহেদী, মাসুদ পারভেজ ক্যাপ্টেন প্রমুখ।
উল্লেখ্য যে, বিশিষ্ট শিল্পপতি, দুর্যোগ কবলিত মানুষের পাশের প্রিয় বন্ধু, শীতার্ত অসহায় মানুষের কম্বলদাতা এম খলিলুল্ল্যাহ ঝড়ু কালিগঞ্জ উপজেলার ভ্যান চালক, শ্রমজীবি, পত্রিকা পরিবেশক ও ভিক্ষুকদের মাঝে কম্বল তুলে দেন।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply