সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন
হাফিজুর রহমান শিমুলঃ
আইওএম সাতক্ষীরার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে সভা। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১২টায় আইও এম এর সাতক্ষীরা অফিসে জেলা কো-অর্ডিনেটর ইশারাত আলীর সভাপতিত্বে সভায় করোনা ভাইরাস প্রসঙ্গে বক্তব্য রাখেন আইওএম এর গ্রুপ লিডার (১ম)এম হাফিজুর রহমান শিমুল, গ্রুপ লিডার(২য়) গোপাল কুমার মন্ডল, গ্রুপ লিডার(৩য়) ওসমান গনি, গ্রুপ লিডার(৪র্থ) তালেবীন, মরিয়ম ময়না, মামুনুর রশিদ মামুন, রানুকা মন্ডল প্রমুখ। বর্তমান পৃথিবীর আলোচিত বৈশ্বিক সমস্যা করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক জরুরী সভায় বক্তাগন বলেন করোনা ভাইরাস আতঙ্ক নয়, সচেতনতা মূলক কর্মকান্ড বৃদ্ধির মাধ্যমে সবাইকে এই বৈশ্বিক মহামারী প্রতিরোধে এগিয়ে আসতে হবে। ইতিমধ্যে সাতক্ষীরার জেলা প্রশাসন ব্যাপক তৎপর হয়ে জনসচেতনতায় কাজ করছেন। এরই অংশ হিসাবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা(আইওএম) জনসচেতনতায় এগিয়ে এসেছে এবং সভা সেমিনার ও লিফলেট বিতরণ করছে। জনসচেতনতামুলক এ সভায় উপস্থিত ছিলেন আইওএম এর সাতক্ষীরা জেলায় কর্মরত কর্মী ও কর্মকর্তাবৃন্দ।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply