সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন
অাসাদুজ্জামান : ধর্মপ্রাণ মুসল্লীদের হজ্ব পালন করা সহজতর করার লক্ষ্যে ও হজযাত্রীদের সেবা প্রদাণে শ্যামনগরে হজ্ব ও ওমরাহ অফিস এর শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জেসি কমপ্লেক্স এর ৩য় তলায় এ অফিসের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন এম এম ট্রাভেলস এর পরিচালক সৈয়দ জাহিদ ইমাম মাসুম।
শ্যামনগর হজ্ব ও ওমরা অফিসের পরিচালক মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম অার এন্টারপ্রাইজ এর ব্যবস্হাপনা পরিচালক ইকবাল কবির পলাশ। এ সময় অারো উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ সাইফুল ইসলাম। প্রভাষক তরিকুল ইসলাম, প্রভাষক রুহুল অামিন। মাওলানা মারুফ বিল্লাহ।
এসময় বক্তারা বলেন, এ অফিসের মাধ্যমে ধর্মপ্রাণ মুসল্লীরা স্বল্প খরচে হজ্ব বুকিং, ওমরা হজ্ব বুকিং, সকল প্রকার ভিসা প্রসেসিং, ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল বিমানের টিকিট পাবেন। মাওলানা মাহবুবর রহমান দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্ত ঘোষনা করেন।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply