মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন
হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জের ডি আর এম ইউনাইটেড কলেজের আয়োজনে ২০১৯-২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীর ছাত্র ছাত্রীদের পরিচিতি, কোর্স ওরিয়েন্টেশন, নবীনবরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ লা জুলাই) সকাল ১০ টায় কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ শেখ আবুল বাসার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাদারণ সম্পাদক সাঈদ মেহেদী। তিনি তার বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, আমরা স্বনিরর্ভতা অর্জন করব। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দেশকে সোনার বাংলা গড়তে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার অনেক কাজ করেছে। তিনি আরও বলেন শিক্ষার্থীদের শুধু পুথিগত বিদ্যায় পড়ে থাকলে চলবেনা, সাধারণ জ্ঞ্যানে আমদের আরও দক্ষতা অর্জন করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিমু রেজা এমপি কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষ, ডি আর এম ইউনাইটেড কলেজের উপধ্যক্ষ এস এম সালাউদ্দীন, সাবেক প্রধান শিক্ষক জিন্নাত আলী, কলেজের দাতা সদস্য এস এম শাহাবুদ্দীন, কালিগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল হক সাজু। শিক্ষার্থাদের মধ্যে বক্তব্য রাখেন আমিনুর ইসলাম, আখিমনি প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অত্র কলেজের ছাত্র কবিরুল আলম ও ছাত্রী আফছানা ইয়াসমিন।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply