মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় দেনাদারের লাঠির আঘাতে মারাত্বক জখম রাশেদ মালীকে আশঙ্খা জনক অবস্থায় গতকাল (২১জুলাই সোমবার)হাসপাতালে ভর্তি করা হয়েছে। আঘাত গুরুতর হওয়ায় জীবননাশের হুমকী কাটেনি বলে জানিয়েছে তার পরিবার।
ইতিমধ্যে বিষয়টি ঘিরে একটি মহল দৌড়ঝাপ শুরু করেছে। রাশেদ মালীর পরিবারকে হুমকী দেওয়া হচ্ছে যাতে মামলা না করা হয়। স্থানীয় অনেকে আমাদের প্রতিনিধিকে জানিয়েছে যে, সোমবার সন্ধ্যায় ভিলেজ পাইকগাছার করিম বক্স মোড়লের ছেলে ইকরামুল মোড়ল পাওনাদার রাশেদ মালীকে মোবাইলে তার দোকানে ডাকে। সরল বিশ্বাসে রাশেদ মালী তার দোকানে আসে। এসময় একরামুল জানতে চান তার বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে কিনা। কিন্তু জবাব দেয়ার আগেই একরামুল তার দোকানের হাঁক দিয়ে রাশেদ মালীকে কান বরাবর মাথায় বাড়ী মারে। রাশেদ মালী মাটিতে লুটিয়ে পড়ে। এসময় রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রাশেদ মালী ও তার পরিবার জানায়, ২০১৬ সালে বিদেশে পাঠানোর নামে ইকরামুল মোড়ল সাড়ে ৩ লাখ টাকার চুক্তিতে রাশেদ মালীর কাছ থেকে নগদ ১ লাখ ১০ হাজার নেয়। বিদেশে পাঠাতে না পারায় ১ লাখ টাকা কিস্তিতে ফেরত দেয়। বাকী ১০ হাজার টাকা প্রদানে তালবাহানা করতে থাকায় সে থানায় অভিযোগ করার প্রস্তুতি নেয়। এ সংবাদ পেয়ে সোমবার সন্ধ্যায় তাকে মোবাইলে ডেকে নিয়ে মারপিট করে আহত করে। বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছে এবং মামলার প্রস্তুতি চলছিল বলে জানাগেছে।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply