সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন
ইশারাত আলী :
সাতক্ষীরার কালিগঞ্জে প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীনের ১২তম প্রয়াণ বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কালিগঞ্জ অডিটোরিয়ামে শিল্পকলা একাডেমী ও নাট্য সংস্থার আয়োজনে এ অনুষ্ঠান শুরু হয়।
সুচনা সঙ্গিতের পর উদ্বোধনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান পৃষ্টপোষক, কালিগঞ্জের সহকারী কমিশনার (ভুমি) সিফাত উদ্দীন।
কালিগঞ্জের উপজেলা নির্বাহি অফিসার মোজাম্মেল হক রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে সেলিম আল দীন এর নাট্য কার্যক্রমের উপর বক্তব্য রাখেন অধ্যাপক শুভ্র আহম্মেদ, সাহিত্যিক ও প্রাবন্ধিক অধ্যাপক গাজী আজিজুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রানবন্ত আলোচনা করেন নাট্যকার ও চিত্র পরিচালক খায়রুল বাশার।
একটি মনোরম পরিবেশে প্রথম বারের মতো খুলনা বিভাগে সেলিম আল দীন কে নিয়ে কালিগঞ্জে অনুষ্ঠান হওয়ায় উচ্ছাস প্রকাশ করেছেন এলাকার নাট্য ব্যক্তিরা। একেবারে স্থির পরিবিশে সেলিম আল দীন এর উপর নির্মিত প্রামান্য চিত্র উপভোগ করেছেন এ অঞ্চলের কবি, সাহিত্যিক, সাংবাদিক, নাট্যকার, শিল্পী, কলা কৌশলী সহ সর্বস্তরের শ্রোতা দর্শকরা।
পরে শ্রুতি নাটকে কন্ঠরূপায়ণ করেন মনিরুজ্জামান ছোট্টু, বাবলু ভঞ্জ চৌধুরী, দিলরুবা রোজ ও তরিকুল।
অনুষ্ঠানের সভাপতি কালিগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার মোজাম্মেল হক রাসেল বলেন যে, আগে আমাদের নাট্যাভিনয় শিখতে হবে, তাহলে দর্শক তৈরী হয়ে যাবে। সে ক্ষেত্রে প্রাকটিসের বিকল্প নেই।তিনি সেলিম আল দীন এর প্রয়াণ দিবসে কালিগঞ্জে এমন একটি অনুষ্ঠানের আয়োজক ও আগত অতিথিদের শুভেচ্ছা জানান।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু ও এ্যাড. জাফরউল্লাহ ইব্রাহিম।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply