সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন
হাফিজুর রহমান শিমুল
কালিগঞ্জের কুশুলিয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় অনুষ্ঠীত হয়েছে দুর্ণীতি দমন কমিশন পরিচালিত “সততা সংঘ”র আয়োজনে বিভিন্ন প্রতিযোগীতা। মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১২ টায় মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার সুপার মাওঃ আব্দুল মোমেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার সভাপতি , কালিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্ঠা কাজী মুফাখ্খারুল ইসলাম নীলু। মাদ্রাসার সহকারি শিক্ষক সালাহউদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, দুর্ণীতি প্রতিরোধ কমিটির বিষ্ণুপুর ইউনিয়নের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, ভাড়াশিমলা ইউনিয়নের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের তথ্য বিষয়ক সম্পাদক আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সুন্দরবন বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক ইশারাত আলী, মাদ্রাসার সহ সুপার মাওঃ আজিজুল হক ও শিক্ষক আবুল খায়ের প্রমুখ।
বিতর্ক, রচনা প্রতিযোগীতা, পুরুস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী, সাংবাদিক, সুধী ও শিক্ষার্থীবুন্দ।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply