মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন
কালিগঞ্জ প্রতিনিধিঃ
বাল্যবিবাহ রোধে কালিগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। বরসহ নিকটাত্মীয় পালালেও নববধু, দশম শ্রেনীর ছাত্রী তানিয়া খাতুন (১৫) আটককে করা হয়। সে জেলার দেবহাটা উপজেলার ঘলঘলিয়ার চর রহিমপুর গ্রামের জাকির হোসেনের কন্যা। বাল্যবিবাহের অপরাধে ছেলের পিতাকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন আদালত। ঘটনাটি শনিবার (৩১ আগষ্ট) বিকাল ৪ টায় কালিগগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের আশরাফ আলীর বাড়িতে ঘটেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেণ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। আশরাফ আলীর পুত্র ইলিয়াস আলী (২১) বিয়ে করে নিয়ে আসে ১৫ বছর বয়সের নাবালক তানিয়াকে। শনিবারে বউ ভাতের আয়োজন করলে বিবাহের ঘটনাটি জানাজানি হয়ে যায়। বিষয়টি স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন। ভ্রাম্যমান আদালতের খবরে ছেলেসহ তার নিকটাত্মীয় সকলেই পালাতে সক্ষম হলেও নববধু বন্দী হয় পুলিশের হাতে। একপর্যায়ে সন্ধ্যায় বাল্যবিবাহের অপরাধে ছেলের পিতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে এবং তানিয়া কে শর্ত সাপেক্ষে ছেড়ে দেওয়া হয়।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply