মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন
কালিগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে জাতীয় শোক দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট ২০১৯) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণার্ঢ্য র্যালী সহকারে স্বাধীনতার মহান স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান – এর ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে কালিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাঈদ মেহেদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) এস. এম আজিজুর রহমান, কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একে এম জাফরুল আলম বাবু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু।অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধী ও শিক্ষার্থী।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply