সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০১ অপরাহ্ন
হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জ উপজেলায় দুটি ইউনিয়নে চেয়ারম্যান ও তিনটি ইউনিয়নের ৩টি ওয়াডে মেম্বর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২৫ জুলাই)। অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপুর্ন পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন কর্তৃক ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের নির্দেশনায় ও তদারকিতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জমিরুল হায়দার উপজেলার ৫ টি ইউনিয়নে মোট ২১ টি ভোট কেন্দ্র প্রস্তুত করেছেন। নির্বাচনে আইন শৃংখলা সাভাবিক রাখতে থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান দৃঢ প্রতিজ্ঞা জ্ঞাপন করেছেন। ইতিপুর্বে কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপিতে উপ নির্বাচন ও কালিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছিল সুষ্ঠ, নিরপেক্ষ শান্তিপুর্ন পরিবেশে। ভোটার সাধারণ তাদের মূল্যবান ভোটাধীকার প্রয়োগ করে পছন্দের ব্যাক্তিকে নির্বাচন করতে পেরেছিলেন। তেমনই সুন্দর মনোরম পরিবেশে শান্তিপুর্ন ভাবে নির্বাচন উপহার দিতে সার্বিক ব্যবস্থা গ্রহনের প্রত্যয় ব্যাক্ত করেন কালিগঞ্জ ইউ এন ও সরদার মোস্তফা শাহিন। তিনি এ প্রতিনিধিকে আরও বলেন-ভয়, ভীতি আর সকল গুজবকে উপেক্ষা করে ভোটারদের ভোটকেন্দ্রে যাইতে হবে। নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারবেন। আমি কালিগঞ্জ উপজেলায় শান্তিপুর্ন পরিবেশ বজায় রেখে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও কোন প্রকার ঝামেলা ছাড়াই নির্বাচন উপহার দিতে চাই। সেক্ষেত্রে সাংবাদিকসহ সকল শ্রেনীপেশার মানুষদের সার্বিক সহযোগীতা চাই।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply