সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন
হাফিজুর রহমান শিমুলঃ
বে-সরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর বার্ষিক সভায় ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। সুশীলনের ৫২ তম সাধারন পরিষদের বার্ষিক সভা শনিবার (৩০ জুন) সকাল সাড়ে ১০ টায় কালিগঞ্জে সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে সভাপতি চন্দ্রিকা ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত হহয়। ঐতিহ্যবাহী সুশীলনের পরিচালক, বাংলাদেশের গর্ব, কালিগঞ্জের কৃতি সন্তান মোস্তফা নুরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুশীলনের সাবেক সভাপতি অধ্যাপক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্যাহ ইব্রাহিম, সুশীলনের উপ পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, কালিগঞ্জ কলেজের সাবেক অধ্যাপক আলহাজ্ব আব্দুল খালেক, অধ্যাঃ শ্যামাপদ দাশ, অধ্যাঃ আব্দুল হান্নান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সৈয়দ মাহমুদুর রহমান, শিক্ষক শেখ আবু আব্দুল্লাহ প্রমুখ। ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট অধিবেশনে ১,৫৮১,৫৯৭,০০০,০০ টাকার বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ ঈলাদেবী মল্লিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশীলন পরিবার, হিতাকাঙ্খী, সাংবাদিক ও সুধীবৃন্দ।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply