1. sundarbon@sundarbonbarta.com : sundarbon : SUNDARBON BARTA
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৪১ Time View

বিশ্ব পরিবেশ দিবসে এবারের প্রতিপাদ্য ‘’পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতায় বিশ্বজুড়ে এই দিনটি পালন করা হয়।

তবে চলতি বছর ৫ জুন সরকারি ছুটির দিন হওয়ায় বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে দিবসটি উদযাপন করা হবে ২৫ জুন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সরকারি আয়োজনে বিলম্ব থাকলেও দেশের বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও বেসরকারি উন্নয়ন সংস্থা আজ থেকেই পরিবেশ কর্মসূচি পালন করছে।

তার অংশ হিসেবে সাতক্ষীরার কালিগঞ্জ (৫ জুন-২০২৫ ) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “প্লাস্টিক দূষণকে পরাজিত করুন” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিমের চেম্বারে এই সভা অনুষ্ঠিত হয়।

অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সাহিত্যিক গাজী আজিজুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, এম হাফিজুর রহমান শিমুল, এস এম আহম্মদউল্লাহ বাচ্চু, ইশারাত আলী, শিমুল হোসেন, মো: ফজলুর রহমান, তাপস ঘোষ, আলমগীর হোসেন, শাহাদাত হোসেন ও কালিগঞ্জ কবিতীর্থ দোলন চাঁপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি আলী সোহরাব।

বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ আজ বিশ্বব্যাপী একটি গুরুতর সমস্যা। কালিগঞ্জ উপজেলার মদিনা দরগা এলাকা থেকে সোইলপুর দ্বীপ পর্যন্ত সবুজ বেষ্টনী ও পাখির অভয়ারণ্য গড়ে তোলার প্রস্তাব করা হয়। কাকশিয়ালি নদীতে যত্রতত্র প্লাস্টিক পলিথিন বর্জ্য ফেলা বন্ধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। এর পাশাপাশি কালিগঞ্জ উপজেলার ১টি গ্রামকে পরিবেশ বান্ধব আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার প্রস্তাব করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-3f9751a8cf78f726ecc6