মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ন
ইশারাত আলী :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বাসদের এক সময়ের তুখোড় নেতা আব্দুল মালেক মীর আর নেই। গত শনিবার রাত ১১টা নাগাদ স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। রবিবার যোহর নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আব্দুল মালেক মীর কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের ঈমান আলী মীরের সন্তান। তিনি ১৯৮৪ সালে কালিগঞ্জ উপজেলা ছাত্রফ্রন্টের সংগঠকের দায়িত্ব পালন করেন। সে অবধি আব্দুল মালেক মীর বাসদের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
আব্দুল মালেক মীর সামরিক শাসক এরশাদ হটাও আন্দোলনের সফল নেতা ছিলেন। স্থানীয় জোতদার বিরোধী আন্দোলনে তার জোরালো ভুমিকা ছিল। কালিগঞ্জের বিষ্ণুপুরে জোতদার বিরোধী আন্দোলনে আব্দুল মালেক মীরের সামনে শহীদ হন এলাহী ব্কস্ ও আব্দুল আজিজ।
১৯৮৪ সালের পর থেকে আব্দুল মালেক মীর দেশের রাজনীতির অনেক চড়াইউৎরাই দেখেছেন। কালিগঞ্জ তথা সাতক্ষীরার রাজনীতিতে তার অবদান কালিগঞ্জ উপজেলা বাসদ মনে রাখবে।
এদিকে আব্দুল মালেক মীরের অকাল মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছে কালিগঞ্জ উপজেলা বাসদের অাহবায়ক মোঃ ইশারাত আলী ও সদস্য সচিব মোঃ আব্দুল খায়ের। নেতারা বিবৃতিতে বলেন আব্দুল মালেকের অকাল মৃত্যুতে কালিগঞ্জ উপজেলা বাসদের অপুরনীয় ক্ষতি হয়েছে। যা পুষিয়ে উঠা সম্ভব নয়। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। সাথে তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply