সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:২১ অপরাহ্ন
ইশারাত আলী :
বাংলাদেশ আওয়ামীলীগ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন নরিম আলী মুন্সি। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনামুল হোসেন ছোট।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে কাউন্সিল অধিবেশনে এ দু’জন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কালিগঞ্জ প্রেসক্লাব সম্মুখে বেলা ১২টায় এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশন শেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন নতুন কমিটির সভাপতি পদে নরিম আলী মুন্সি ও সাধারণ সম্পাদক পদে এনামুল হোসেন ছোট’র নাম ঘোষণা করেন।
নরিম আলী মুন্সি শিক্ষাকতার পাশাপাশি জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও বর্তমান উপদেষ্টা কমিটির সদস্য।
এনামুল হোসেন ছোট উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
এর আগে বেলা ১২টায় কালিগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন সহরাওয়ার্দী মাঠে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহম্মেদ। এসময় সাতক্ষীরা ৪ আসনের এমপি জগলুল হায়দার, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা: আ.ফ.ম রুহুল হক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়ার সহ সভাপতি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, যুগ্ন সাধারণ সম্পাদক ডি এম সিরাজুল ইসলাম ও স্বজল মুখার্জী, সাংগঠনিক সম্পাদক শেখ নাজিমুল ইসলাম, এ্যাড.হাবিব ফেরদাউস শিমুল, কার্যনির্বাহি সদস্য এ্যাড, মোজাহার হোসেন কান্টু।
কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ৮ সদস্য বিশিষ্ট কমিটি জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ নিশ্চিত করেন
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply