সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন
ইশারাত আলী :
কালিগঞ্জে স্ত্রী মারুফা বেগম (৩৫) কে হত্যার পর টয়লেটের সেপটিক ট্যাংকে লুকিয়ে ফেলে স্বামী শহীদুল ইসলাম। পরে স্ত্রী নিখোঁজ মর্মে থানায় জিডি করে।
ঘাতক শহিদুলের বাড়ী দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতোলা গ্রামে।
বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা শহীদুল ইসলামকে আটক রেখে পুলিশে খবর দেয়।
পুলিশ শহীদুল ইসলামকে গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদ করলে সে স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করে।
পুলিশের তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে শহীদুল ইসলাম জানায়, ১৭ নভেম্বর শ্বাস রোধ করে মারুফাকে হত্যা করে সে। এরপর পুকুরের মধ্যদিয়ে মরদেহ টেনে নিয়ে গিয়ে টয়লেটের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখে। আর সে নিখোঁজ হয়েছে মর্মে জিডি করেছিল ১৯ নভেম্বর।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শহীদুল ইসলাম নিজের স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। তাকে আটকও করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply