সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন
হাফিজুর রহমান শিমুল
কালিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম গোলাম মোস্তফা গনসংযোগ করেছেন। শুক্রবার বিকাল ৫ টা হতে উপজেলার বিভিন্ন জায়গায় গনসংযোগ ও লিফলেট বিতরন, সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষ্যে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী,নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা, জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক, থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান,কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, নলতা চেয়ারম্যান আজিজুর রহমান, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন,কুশলিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম,ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আশরাফুল হোসেন খোকন, মোজাম্মেল হক গাইন, চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, মিজানুর রহমান গাইন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর ররহমান প্রমুখ। জেলা প্রশাসক উপজেলায় ডেঙ্গু আক্রান্ত বিভিন্ন রোগীদের খোঁজ খবর নিতে তাদের বাড়িতে যান। এবং কালিগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের খোঁজ খবর নেন।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply