মোঃ ইশারাত আলী
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার দ্বিতীয় দিনে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে ২০২৫) কালিগঞ্জ উপজেলা ভূমি অফিস চত্বরে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মূল উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মকে ভূমি ব্যবস্থাপনা, ডিজিটাল সেবা ও ভূমি কর প্রদান সম্পর্কে সচেতন করা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস এবং সঞ্চালনায় অ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম।
এ সময় বক্তারা বলেন“ ভূমি শুধু জমি নয়,আমাদের ইতিহাস,অধিকার ও উত্তরাধিকারের প্রতীক। নতুন প্রজন্মকে ভূমি বিষয়ক সচেতনতা ও জ্ঞান অর্জনে উৎসাহিত করতে হলে এ ধরনের উদ্যোগ নিয়মিত হওয়া দরকার। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা জি.এম নুরুল ইসলাম, শেখ মোকাররম হোসেন, মোঃ জালাল উদ্দিন আহমেদ,মোশারফ হোসেন, জিএম ফয়েজ আহমেদ,সুধীর কৃষ্ণ,মোঃ আব্দুর রহমান,মোঃ রেজাউল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন স্কুল- কলেজের শিক্ষক,শিক্ষার্থী,সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সেরা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।