সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন
হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জ উপজেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি, জনসচেতনতায় আরও বেশি কাজ করতে প্রশাসনের তাগিদ।
অনুসন্ধ্যানে জানাগেছে, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে বেলা ২ টা পর্যন্ত মোট ৫৩ জনের মধ্যে ৮ জন সনাক্ত হয়েছে। হাসপাতালের মেডিক্যাল টেকনিশিয়ান (ল্যাব) কিশোর কুমার এতথ্য জানান। সনাক্ত হওয়া রোগীরা হলেন বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাটি গ্রামের সালমা খাতুন (৩০), একই গ্রামের মুনসুর আলী (৫০), কুশুলিয়া গ্রামের হাফিজা খাতুন (৩১) ও সুনিল কুমার (৪৫), মৌতলা গ্রামের হাসুরা বেগম (৫৫) ও আরিফুল ইসলাম (৭), দেয়া গ্রামের মৌসুমী খানম (১৮) ও ধলবাড়িয়া গ্রামের প্রিয়াঙ্কা রানী (২২)।
এদিকে কালিগঞ্জ উপজেলায় ডেঙ্গু মোকাবেলায় উপজেলা প্রশাসনের তদরকীতে নিয়মিত ডেঙ্গু নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে পরিচালিত হলেও থেমে নেই ডেঙ্গু রোগীর তালিকা। দিনগেলেই ডেঙ্গু রোগীর পরিসংখ্যান বেড়েই চলেছে। ইতিমধ্যে এডিস মশা নিধনে কালিগঞ্জে ১শ ২৫ টি স্প্রে মেশিন ও কিটনাশকবিতরন করা হয়। ইউনিয়ন পর্যায়ে প্রথম প্রথম পরিচ্ছন্নতা অভিযান নজরে পড়লেও বর্তমানে তেমনটা দেখা মিলছে না।
© All rights reserved ©sundarbonbarta.com2020
Leave a Reply